দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তর্ক, দুজনকে ছুরি মেরে যুবকের পলায়ন

৩ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁওয়ে বাবার বন্ধুদের সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তর্ক বিতর্কের জেরে দুজনকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক যুবক।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে।


ছুরিকাঘাতে আহত শরিফ হোসেন (৩২)  ও মোবারক হাজারিকে (৪৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর মোবারক হাজারিকে ছেড়ে দেয়া হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাত ভাই। উভয়ের বাড়ি নয়াগাঁও পূর্বপাড়া এলাকায়।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াগাঁওয়ে শরিফের মুদি দোকানের সামনে মৃদুল দেওয়ান (২০) নামে এক যুবক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলছিলেন। এ সময় আহত মোবারক হাজারি ও মুদি দোকানি শরিফ এসব বলতে মৃদুলকে বারণ করেন। এ নিয়ে উত্তেজিত হয়ে তর্কে জড়ান মৃদুল।


আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফরিদপুরে বাজার মনিটরিং, জরিমানা


তাৎক্ষণিক মৃদুলের বাবা টিটুর কাছে মোবাইল ফোনে জানান মোবারক ও শরিফ। ঘটনা জানার পরপরই টিটু দেওয়ান তার ছেলেকে মোবাইল ফোনে বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে উঠে মৃদুল। এক পর্যায়ে শরীফ ও মোবারককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মৃদুল শহরের ইদ্রাকপুরের টিটু দেওয়ানের ছেলে। আর মোবারক এবং শরীফ পালিয়ে যাওয়া মৃদুলের বাবা টিটু দেওয়ানের শৈশবের বন্ধু।

           
মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এ ব্যাপারে এখনও অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন