মার্কিন সরকারের কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিককে ডব্লিউএইচও’র প্রধান করা হলে সংস্থাটিতে থেকে যেতে পারে দেশটি। এই সংস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও’র কার্যকারিতা পুনরুদ্ধার করতে চায় বলে জানায় রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের মধ্যে এই প্রক্রিয়া কার্যকর হতে পারে।
তবে গণমাধ্যমের খবর বলছে, আবারও সংস্থাটিতে ফিরে যেতে পারে যুক্তরাষ্ট্র, তবে সেজন্য কিছু শর্ত আছে ট্রাম্প প্রশাসনের।
আরও পড়ুন: এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
মার্কিন সরকারের সূত্রের বরাতে রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্কারে কয়েকটি পরিকল্পনা তৈরি করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিককে প্রধান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্কার করা। আর ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা মেনে নেয়া হলে সংস্থাটিতে থেকে যেতে পারে দেশটি।
মার্কিন প্রস্তাবনায় আরও বলা হয়েছে, সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অভাবের কারণেই এর কার্যকারিতা কমে গেছে, আর এটিই তহবিল অপচয়ের প্রধান কারণ। এই সংস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও’র কার্যকারিতা পুনরুদ্ধার করতে চায় বলে জানায় রয়টার্স।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে তেদরস আধানম গেব্রিয়েসুস-এর মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। সংস্থাটির বর্তমান প্রস্তাবনা অনুযায়ী, যেকোনো সদস্য রাষ্ট্র তাদের প্রার্থীকে ডিরেক্টর জেনারেল পদে প্রস্তাব করতে পারে এবং নির্বাচিত হতে হলে দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন।
আরও পড়ুন: গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে ইসরাইল: ট্রাম্প
]]>