দ্বি-স্তর টেস্ট অনেক দলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে: লয়েড

৩ সপ্তাহ আগে
দুই স্তরের টেস্ট ক্রিকেটের আলোচনাটা বেশ পুরোনো। এখন আবার নতুন করে এই বিষয়ে আলোচনা উঠেছে। তবে ওয়েস্ট ইন্ডিজকে দুই ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ক্লাইভ লয়েড দ্বি-স্তর টেস্টের বিপক্ষে। তিনি মনে করেন, দ্বি-স্তর টেস্ট হলে অনেক দল ধ্বংস হয়ে যাবে।

নিজেদের মধ্যে আরও বেশি টেস্ট খেলতে চায় ক্রিকেটের ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এজন্য টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার আলোচনা চলছে তাদের মধ্যে। এনিয়ে চলতি মাসেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বোর্ডের সঙ্গে কথা বলবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।


তবে দুই স্তরের টেস্ট ক্রিকেটের তীব্র সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। তিনি মনে করেন এমন হলে টেস্ট ক্রিকেটে সংগ্রাম করা দলগুলো ধ্বংস হয়ে যাবে। বরং যে দলগুলো কম টেস্ট খেলে, তাদের বেশি টেস্ট খেলা দলগুলোর সঙ্গে ম্যাচ খেলা।


আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাবাদা 


লয়েড বলেন, 'আমার মনে হয়, যে সব দেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করেছে, তাদের জন্য ভয়ঙ্কর হবে বিষয়টি (দ্বি-স্তর টেস্ট)। এতে তারা নিচের স্তরে নিজেদের মধ্যে খেলবে। কীভাবে তারা উন্নতি করবে? (উন্নতি করবে) যখন তারা শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলবে।'


দ্বি-স্তর টেস্ট কাঠামোয় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৭ দল থাকতে পারে প্রথম স্তরে, বাকি ৫ দল দ্বিতীয় স্তরে। ইংল্যান্ডের মাইকেল ভন, ভারতের রাভি শাস্ত্রির মতো সাবেক ক্রিকেটাররা এই ভাবনার পক্ষে কথা বলেছেন। তবে যখন ২০১৬ সালে দ্বি-স্তর টেস্ট নিয়ে প্রথম আলোচনা শুরু হয়, তখন এর বিরোধিতা করেছিলো ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দল।   

]]>
সম্পূর্ণ পড়ুন