চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার (২৯ অক্টোবর) টসে জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠায় উইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
আলিক আথানেজের সঙ্গে বড় জুটি গড়ে তোলেন অধিনায়ক শাই হোপ। ৫৯ বলেই ১০৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর ওয়েস্ট ইন্ডিজের ওপর চাপ তৈরি করেন নাসুম আহমেদ। নাসুম তার প্রথম ওভার করতে এসেছিলেন পাওয়ার প্লের শেষ ওভারে। ১২ রান দেওয়ার পর ইনিংসের অষ্টম ও দশম ওভারে দেন যথাক্রমে ৯ ও ১১ রান। নিজের চতুর্থ ওভার করতে এসে প্রথম বলে দেন এক রান। আর দ্বিতীয় বলেই তুলে নেন আথানেজের উইকেট।
আরও পড়ুন: রিজওয়ানকে নিয়ে বড় বিতর্কের মুখে পাকিস্তান
সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ৫২ রান করেন আথানেজ। পরের বলেই শেরফান রাদারফোর্ডের উইকেট তুলে নেন নাসুম। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন মিডলঅর্ডার এই ব্যাটার। আগের ম্যাচেও ডাক মেরেছিলেন তিনি।
পরের ওভারে মোস্তাফিজুর রহমান তুলে নেন আথানাজের সঙ্গে ১০৫ রানের জুটি গড়া হোপের উইকেট। ৩৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করেন অধিনায়ক।
আরও পড়ুন: পিএসএলে নতুন দুই দল ঠিক করতে নিলাম ডাকবে পিসিবি
এরপর আর বাকিদের কেউই তেমন একটা সুবিধা করতে পারেননি। রোস্টন চেজ অপরাজিত থাকেন ১৫ বলে ১৭ রান করে। আর রোমারিও শেফার্ড করেন ১৬ বলে ১৩ রান। তা ছাড়া বাকিদের মধ্যে আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর নিয়েছেন ৩ উইকেট। রিশাদ হোসেন ও নাসুম আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়া তাসকিন আহমেদ পেয়েছেন ১টি উইকেট।
]]>

৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·