কভেন্ট্রি সিটি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতি দিয়ে ল্যাম্পার্ডকে কোচ করার বিষয়টি নিশ্চিত করে। সাবেক এই চেলসি কোচকে আড়াই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। মার্ক রবিনসের স্থলাভিষিক্ত হলেন ল্যাম্পার্ড।
কভেন্ট্রির দায়িত্ব নিয়ে বেশ আনন্দিত ল্যাম্পার্ড। তিনি বলেন, 'আমি এখানে এসে খুবই আনন্দিত। এটি এমন একটি ক্লাব যার ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে আমি অনেক সম্মান পেয়েছি। এটি একটি উচ্চাভিলাষী ক্লাব যা এগিয়ে যেতে চায় এবং আমি যতটা পারি সাহায্য করতে চাই।'
আরও পড়ুন: মায়ামির সঙ্গে চুক্তি বাড়ছে মেসির
চ্যাম্পিয়নশিপে ১৪ ম্যাচের সাতটিতে হারের পর এই মাসের শুরুতে বরখাস্ত করা হয় প্রায় আট বছর কভেন্ট্রির দায়িত্বে থাকা রবিনসকে। বর্তমানে চ্যাম্পিয়নশিপের টেবিলে ১৭ নম্বরে আছে কভেন্ট্রি। অবনমন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে আছে তারা।
এদিকে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চেলসির প্রধান কোচের দায়িত্বে ছিলেন ল্যাম্পার্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। চেলসি ছাড়াও ইংলিশ ক্লাব এভারটনের দায়িত্বেও ছিলেন ল্যাম্পার্ড।