বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত নবীন শিক্ষকদের ৩২তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই প্রশিক্ষণের প্রতিটি বিষয় আপনাদের জন্য একেকটি শিক্ষা হয়ে থাকবে। কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে যেন ভবিষ্যৎ সুন্দর হয়। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে নানা দাবি ও আন্দোলনের সমাধান আপনাদেরকেই করতে হবে। আমি বিশ্বাস করি না যে, পুলিশ এসে কোনো আন্দোলনের সমাধান করবে।’
জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার এবং উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ এবং প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এবার ভেটেরিনারি অনুষদেও তালা
জানা যায়, পেশাগত দক্ষতা ও গবেষণায় পারদর্শিতা অর্জনের লক্ষে ইউজিসির উদ্যোগে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষক এই বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকদের মধ্যে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকগণ।