বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন বুলবুল। সেখানে প্রথমেই বুলবুল বলেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’
আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত বুলবুল
বিসিবি নির্বাচনের ঠিক আগে তামিম ইকবালসহ ক্লাব ক্যাটাগরির বেশ ক’জন কাউন্সিলর নির্বাচন বর্জন করেন। আবার বিসিবি সভাপতির দায়িত্ব হারানো ফারুক আহমেদ সহ-সভাপতি নির্বাচিত হয়ে বোর্ডে ফিরেছেন। এবার সকলকে নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।
বিসিবির নবনির্বাচিত সভাপতি বলেন, ‘শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’
এদিকে বিসিবির নবনির্বাচিত সভাপতি মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম বোর্ড সভা ডেকেছেন। ১২টায় অনুষ্ঠিত হবে সেই সভা। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।