‘দেশে মিথ্যা মামলা বন্ধ করতে হবে’

৩ সপ্তাহ আগে
‘দেশের বিচার বিভাগকে গতিশীল করার জন্য মিথ্যা ও হয়রানিমূলক মামলার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা দাবি বন্ধ করতে হবে। এরজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’

শনিবার (৩০ নভেম্বর) সকালে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এক কনফারেন্সে জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুল রহমান এ তথ্য জানান।


চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন আদালতের বিচারক, পিপি, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজিবি, সিভিল সার্জন, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, দুদক, বন বিভাগ, পিবিআই, আইনজীবী সমিতি, সিলেট প্রেসক্লাবের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: দেশের সব আদালত ও বিচারকের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ


সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আসমা জাহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, মিথ্যা মামলা সংকট দেখা দিয়েছে, এতে বিচার কাজ বিঘ্নিত হচ্ছে। বিচার বিভাগকে গতিশীল করার লক্ষ্যে দ্রুত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন