দেশে এসেই ভারত ম্যাচ নিয়ে আশার বাণী শোনালেন হামজা

২ সপ্তাহ আগে
হামজা চৌধুরীর ঢাকায় পা রাখার কথা ছিল সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায়, কিন্তু ফ্লাইট মিস করায় আসতে কিছুটা বিলম্ব হয়েছে। ঢাকায় এসে পৌঁছেছেন সন্ধ্যা নাগাদ। দেশে এসেই এক ভিডিও বার্তায় ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আশার কথা শুনিয়েছেন লেস্টার সিটির এই তারকা। সিলেটি ভাষায় বলেছেন- ইনশাল্লাহ, ভারতের সঙ্গে জিতমু।

ইংল্যান্ডে ফ্লাইট মিস করায় পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসে। পরবর্তী ফ্লাইট ধরে হামজা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিকাল ৫টার পর। সেখান থেকে সরাসরি জাতীয় দলের ক্যাম্পের দলে যোগ দেন হামজা চৌধুরী। 

 

আজ কোনো অনুশীলন না থাকায় হোটেলে বিশ্রাম নিয়েছেন তিনি। মঙ্গলবার (১১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। কোচ হাভিয়ের কাবরেরার অধীনে সেই সেশনে দেখা যাবে হামজাকে।  

 

আরও পড়ুন: ঢাকায় এসে পৌঁছেছেন হামজা

 

এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ বাংলাদেশের। তবে বাছাইপর্বের বাকি ম্যাচগুলো অন্তত জয় দিয়েই শেষ করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে হামজা-শমিতরা। তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।  

 

দলে যোগ দিয়ে বেশ খুশি হামজা। তবে বাছাইয়ে দলের সামগ্রিক ব্যর্থতায় কিছুটা হতাশাও আছে তার মধ্যে। চার ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে ভারত। 

 

আরও পড়ুন: ফুটবল নিয়ে আসিফের মন্তব্যের জবাবে বিসিবিকে কড়া চিঠি বাফুফের

 

গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো বাংলাদেশের জন্য স্রেফ নিয়মরক্ষার। তবে ফিরতি লেগে এবারের প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন হামজা। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচেই লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল তার। এবার হামজার চাওয়া, ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয়। 

 

‘দারুণ অভ্যর্থনা পেলাম। আবারও ঢাকায় ফিরে আসতে পেরে খুশি লাগছে। ভারতের সাথে ম্যাচ হবে, এর আগে নেপালের সাথে একটা ওয়ার্ম-আপ (প্রীতি ম্যাচ) ম্যাচ হবে; সবাইকে ইতিবাচক থাকতে হবে। সবশেষ ম্যাচে আমরা জিততে পারিনি, কিন্তু উন্নতি দেখিয়েছি। ইনশাল্লাহ ভারতের সঙ্গে আমরা জিতমু। দেশের জন্য এটা বড় ম্যাচ। আমরা সবাই রোমাঞ্চিত।’

]]>
সম্পূর্ণ পড়ুন