দুবাইয়ে লটারিতে ৩৩ লাখ টাকা জিতলেন বাংলাদেশি

৩ সপ্তাহ আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাশেদ নামে এক বাংলাদেশি লটারিতে ৩৩ লাখ টাকা জিতেছেন। বিগ টিকিট নামে দেশটির একটি লটারি প্রতিযোগিতায় ১ লাখ দিরহাম জেতেন তিনি। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিগ টিকিট লটারির ২৭৮তম পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

খালিজ টাইমসের এক প্রতিবেদন মতে, বিগ টিকেট লটারির ২৭৮তম পর্বে মোট ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও জর্ডানের নাগরিক এই ছয়জনের প্রত্যেকে ১ লাখ করে মোট ৬ লাখ দিরহাম জিতে নেন।

 

এর মধ্যে কেউ কেউ বছরের পর বছর ধরে লটারির টিকেট কেনার পর প্রথমবার বিজয়ী হয়েছেন। তাদের অন্যতম বাংলাদেশের ৪৯ বছর বয়সি প্রবাসী মোহাম্মদ রাশেদ। ১৯ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন তিনি।

 

পরিচ্ছন্নতাকর্মী রাশেদ চার বছর আগে আরও ১০ বন্ধুর সাথে বিগ টিকেট লটারি কেনা শুরু করেন। এরপর প্রায় প্রতি মাসেই একসঙ্গে লটারি কিনতেন তারা। অবশেষে গত শুক্রবার ভাগ্যের শিকে ছেড়ে রাশেদের।

 

আরও পড়ুন: প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি

 

রাশেদ বলেন, ‘টিকটকে এক ভিডিও থেকে জানতে পারেন আবুধাবির বিগ টিকিট লটারির কথা। এরপর আমিও লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিই। তখন থেকে গত চার বছর ধরে প্রতি মাসে টিকিট কিনতাম। যখন লটারি জয়ের খবর পেলাম, আমি আনন্দে অভিভূত হয়ে যাই।’

 

পুরস্কারের অর্থ তার ১০ বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করা হবে বলে জানান রাশেদ। তিনি বলেন, ‘আমার ভাগের টাকা দিয়ে কী করব, তা এখনও ঠিক করিনি। তবে কিছু অংশ পরিবারের কাছে পাঠাব এবং বাকিটা দিয়ে আমার ঋণ শোধ করব।’

 

রাশেদ আরও জানান, একবার জিতেই তারা থেমে যাননি। বরং আবার টিকিট কিনেছেন নতুন জয়ের স্বপ্নে। রাশেদ বলেন, ‘আমি ও আমার বন্ধুরা এরই মধ্যে আবার টিকিট কিনে ফেলেছি। পরবর্তী ড্রয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। আমি সবাইকে বিগ টিকিটে অংশ নেয়ার জন্য উৎসাহিত করি।’

 

আরও পড়ুন: লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি

]]>
সম্পূর্ণ পড়ুন