লর্ডসে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের নাটকীয় জয়ের ম্যাচে শেষ উইকেটটি নেন শোয়েব বশির। তবে আঙ্গুলের ইনজুরির কারণে বেশি বল করতে পারেননি তরুণ এই স্পিনার। ম্যাচ শেষে জানা যায়, বশিরের আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। যার কারণে বাকি দুই টেস্টে আর তাকে পাচ্ছে না ইংল্যান্ড। আর তাতেই ভাগ্য খুলেছে ৩৫ বছর বয়সি ডসনের।
ডসনের টেস্ট ক্যারিয়ারের অভিষেকটাও হয়েছিল ভারতের বিপক্ষেই, ২০১৬ সালে। সেবার অভিষেক ইনিংসেই অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেছিলেন ডসন। বল হাতে পেয়েছিলেন ২ উইকেট। ২০১৭ সালে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি।
আরও পড়ুন: দ্য হান্ড্রেডে দল পেলেন ৪৩ ছুঁই ছুঁই অ্যান্ডারসন
বাঁহাতি এই অফ স্পিনারের দলে ফিরে আসার পেছনে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বলে জানিয়েছেন নির্বাচক লুক রাইট। কাউন্টি চ্যাম্পিয়নশিপে চলতি মৌসুমে ২.৫৫ ইকোনমিতে ২১ উইকেট নিয়েছেন ডসন। ব্যাট হাতে ৪৪.৬৬ গড়ে করেছেন ৫৩৬ রান। যেখানে সর্বোচ্চ এক ইনিংসে করেছেন ১৩৯ রান।
ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্ট শুরু হবে আগামী ২৩ জুন ম্যানচেস্টারে। লর্ডস টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছেন ইংল্যান্ড। সিরিজ বাঁচিয়ে রাখতে ম্যানচেস্টার টেস্ট জিততেই হবে ভারতকে।
ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল
হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, জেমি ওভারটন, স্যাম কুক, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং ও ক্রিস ওকস।
]]>