হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে, এতে কাছাকাছি থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়।
আরও পড়ুন:বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে নয়াদিল্লি, সাধারণ মানুষের বিক্ষোভ
দিল্লির দমকল বিভাগ (ডিএফএস) এক বিবৃতিতে জানায়, ‘লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার পরে তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং ক্ষয়ক্ষতি হয়।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭:০৫ মিনিটে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে সাতটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়।
এদিকে, বিস্ফোরণের পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লি পুলিশের সূত্র জানায়, ‘এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ।’
ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলের চারপাশে মানুষের ভিড় ছিল এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি ভ্যানের দরজা উড়ে গেছে, একটি সম্পূর্ণ বিধ্বস্ত গাড়ি এবং মাটিতে পড়ে থাকা একজন আহত ব্যক্তি।
আরও পড়ুন:৮০ কিলোমিটার বেগে চলে গাড়ি, চালকের চোখ মোবাইলে!
পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। এলাকায় স্বাভাবিক যান চলাচলও সীমিত করা হয়েছে বলে জানানো হয়।
এ ঘটনায় বেশ কয়েকজনকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় একজন বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, ‘আমি আমার বারান্দা থেকে একটি বিশাল আগুনের গোলা দেখতে পেয়েছি এবং কী ঘটেছে তা দেখার জন্য দৌড়ে এসেছি। বিস্ফোরণটি খুব জোরে হয়েছিল।’
এদিকে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
লালকেল্লা, ঘনবসতিপূর্ণ পুরনো দিল্লি এলাকায় অবস্থিত। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·