দিলজিতকে ভারতীয় হিসেবে সুবিধা না দেয়ার আবেদন

২ সপ্তাহ আগে
পাকিস্তানি শিল্পীদের ঘিরে ভারতীয় বিনোদন জগতে বিতর্ক যেন থামছেই না। পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করলে ভারতীয় শিল্পীদের বয়কটের ডাক দেয়া হচ্ছে। এবার এমনই পরিস্থিতির মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

সম্প্রতি পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের আসন্ন সিনেমা ‘সর্দারজি থ্রি’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। যার কারণে দিলজিতকে ভারতে নিষিদ্ধ করার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো হয়েছে।


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার আগেই ছবিটির শুটিং সম্পন্ন হয়েছিল যে কারণে হানিয়াকে পরিবর্তন করা সম্ভব হয়নি। পাকিস্তানি অভিনেত্রীকে নিয়েই ছবির কাজ শেষ হওয়ায় ভারতে ‘সর্দারজি থ্রি’ মুক্তি পাচ্ছে না। শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনেই ছবিটি মুক্তি পাবে। তবে এতেও দিলজিৎ এবং ছবির কলাকুশলীদের বিপদ কাটেনি।

 

আরও পড়ুন: নেতানিয়াহুর গ্রেফতার চাইলেন ভারতীয় অভিনেত্রী


ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ গত কয়েকদিন ধরেই দিলজিতের তীব্র সমালোচনা করছে। এবার তারা মোদিকে চিঠি পাঠিয়ে দিলজিৎ এবং ছবির অন্যান্য কলাকুশলীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, পাকিস্তানি অভিনেত্রী হানিয়াকে ছবিতে নেয়াটা ভারতের সংহতি ও সম্মানের বিরুদ্ধে একটি ‘ইচ্ছাকৃত’ অপমান।


এফডব্লিউআইসিই-র আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ‘দিলজিৎ দোসাঞ্জ, গুণবীর সিং সিধু, মনমোরদ সিধু, অমল হ্যান্ডালের মতো ব্যক্তিরা ভারতের নাগরিক হওয়ার সুবিধা নিচ্ছেন। তারাই আবার পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে ছবিতে নিয়ে ক্ষমার অযোগ্য একটি কাজ করেছেন। সৃজনশীলতার নামে এই কাজ মেনে নেয়া যাবে না। এটা ইচ্ছাকৃত অপমান।’


সংগঠনটি আরও অভিযোগ করেছে যে, হানিয়া আমির বহুবার ভারতের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের কথায়, ‘আমাদের দেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে মশকরা করেছেন হানিয়া আমির। ভারতের বিরুদ্ধে বিষ ছড়িয়েছেন। তাকে ভারতের ছবিতে নেয়া মোটেই সংবেদনশীল সিদ্ধান্ত নয়।’

 

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 'অনুপমা'-র শুটিং সেট!


হানিয়াকে ছবিতে নেয়ার অভিযোগে দিলজিৎ-সহ ছবির পরিচালক ও প্রযোজকের পাসপোর্ট বাতিলের দাবিও করেছেন তারা। ভারতীয় নাগরিক হিসেবে যাতে তারা কোনো সুবিধা না পান সেই আবেদনও প্রধানমন্ত্রীর কাছে রেখেছে সংগঠনটি।

]]>
সম্পূর্ণ পড়ুন