বন্যার পানি কমার পর রান্নাঘরে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

৪ ঘন্টা আগে
ফেনীর পরশুরামে বন্যার পানি নেমে যাওয়ার পর রান্না করতে গিয়ে বিষধর সাপের দংশনে রোকেয়া আক্তার রিনা (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

 

মৃত রিনা ওই গ্রামের শফিকুল ইসলাম শহীদের স্ত্রী। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জননী।

 

স্থানীয়রা জানান, কয়েকদিনের বন্যার পানি নামার পর রিনা বৃষ্টি-পানিতে সিক্ত রান্নাঘরে খাবার রান্না করতে যান। এ সময় ঘরের গর্ত থেকে বেরিয়ে আসা একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। চিৎকার শুনে স্বামী শফিকুল ইসলাম প্রথমে তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

 

তবে চিকিৎসা না নিয়েই সেখান থেকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বামী। ফেনীতে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: ফেনীতে বন্যা: পানি কমলেও চরম ভোগান্তিতে দুর্গতরা

 

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রেদোয়ান বলেন, ‘হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’

 

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাহয়াত বিন করিম জানান, ‘পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। তবে স্বজনরা লিখিতভাবে জানিয়ে তাকে ফেনীতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখনই রোগীর স্বাস্থ্যের অবনতি শুরু হয় এবং দ্রুত এন্টিভেনম প্রস্তুত করা হলেও রোগীর স্বামী ফেনীতেই চিকিৎসা করাবেন জানিয়ে রেফার করেন। পথে রোগীর মৃত্যু হয়।’

 

তিনি আরও জানান, ‘সাপে কাটা রোগীর জন্য প্রয়োজনীয় এন্টিভেনম ফেনীর প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সেই মজুত রয়েছে। তাই দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে হবে।’

 

এ করুণ মৃত্যুর ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ গভীর শোক ও সহানুভূতি জানায়।

]]>
সম্পূর্ণ পড়ুন