শুক্রবার (১১ জুলাই) রাতে সাকিবের ব্যর্থতার দিনে তার দল দুবাই ক্যাপিটালস হেরেছে ৭ উইকেটের ব্যবধানে।
গায়ানাতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে দুবাই। ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় সেদিকউল্লাহ আতলের ২৫ আর ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় গুলবাদিন নাইবের ৩১ রান ছাড়া বাকিদের কেউই কার্যকরী ইনিংস খেলতে পারেননি। ১০ বলে ১ ছক্কার মারে ৭ রান করে আউট হন সাকিব। আগের ম্যাচে ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রানে অপরাজিত ছিলেন টাইগার অলরাউন্ডার।
আরও পড়ুন: বিশ্বকাপে জায়গা করে ইতিহাস গড়লো ইতালি
এদিকে রান তাড়ায় নেমে খুব একটা বেগ পেতে হয়নি হোবার্ট হারিকেন্সকে। বেন ম্যাকডের্মটের ২৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৮ আর ম্যাকেলিস্টার রাইটের ৪৭ বলে ৫ চারের মারে ৫০ রানের ইনিংসে ৩ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় হোবার্ট। সাকিব এদিন ৪ ওভার বল করে ৩৪ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি। আগের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আইরিশ অলরাউন্ডার
তবে, হোবার্টের বিপক্ষে ব্যাটে-বলে আলো ছড়াতে না পাররেও একটা রেকর্ডে নাম লিখিয়েছেন সাকিব। স্বীকৃত টি-টোয়েন্টিতে সাড়ে ৭ হাজার রান ও ৪৯০'এর বেশি উইকেট শিকারি একমাত্র ক্রিকেটার তিনিই।
]]>