দিনাজপুরে গরু চুরি করে মাংস ফ্রিজে সংরক্ষণ, আটক ২

২ সপ্তাহ আগে
দিনাজপুরের বিরামপুরে গভীর রাতে চুরি করে গর্ভবতী গরুকে জবাই করে মাংস ফ্রিজে রাখার অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। পরে চুরি যাওয়া গরুর মাংস উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে বিরামপুর পৌরসভার জোয়াল কামড়া (রেলগেট) মহল্লায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় আটকরা হলেন- আজাহার আলীর ছেলে মেহেদুল ইসলাম (৪২) ও তার ছোট ভাই রাজু আহমেদ (৩৫)।


বিরামপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে পৌরসভার বেগমপুর মহল্লার বাসিন্দা দারাজ উদ্দিনের ছেলে ইদ্রিস আলীর বাড়ি থেকে একটি অসুস্থ ও গর্ভবতী গরু চুরি করে মেহেদুল ও রাজু। পরে তারা গরুটিকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে রাতেই জবাই করে এবং চামড়া ছিলে মাংস আলাদা করে ফ্রিজে সংরক্ষণ করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। দুপুরে এসআই এরশাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মেহেদুল ও রাজুকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করে।


আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পাহারাদারকে বেঁধে শিক্ষকের খামার থেকে ৭ গরু চুরি


পুলিশ পরে অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেহেদুলের বাড়ির ফ্রিজ থেকে চুরি করা গরুর মাংস উদ্ধার করে। পরে তা ভুক্তভোগী গরুর মালিক ইদ্রিস আলীর ছেলে জিয়ারুল ইসলামের কাছে বুঝিয়ে দেয়া হয়।


বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি করা গরু জবাই করে ফ্রিজে রাখার ঘটনা তদন্ত করে দেখা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে মাংস জব্দ করে মালিককে বুঝিয়ে দিয়েছি। অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রুজু করে আদালতে পাঠানো হবে

]]>
সম্পূর্ণ পড়ুন