রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
নিহত রিপন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়ানো ট্রাকে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী দ্রুতগতির কাজী লাইনস নামের একটি যাত্রীবাহী বাস ট্রাক ও শ্রমিকদের ধাক্কা দেয়।
আরও পড়ুন: ২১ দিনের অন্ধকার কাটিয়ে আলোকিত মওলানা ভাসানী সেতু
এতে ঘটনাস্থলেই রিপন মিয়া মারা যান। গুরুতর আহত তিন শ্রমিককে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে।’
]]>