শনিবার (১৩ সেপ্টেম্বর) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকালে খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকেলে ডুমুরিয়া মজিদিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গণি খান।
গোলাম পরওয়ার বলেন, ‘ইসলামী ও দেশপ্রেমিক সমমনা সকল দলের সমন্বয়ে এখন ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন বাংলাদেশে আর সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অত্যাচার ও গুম-খুন থাকবে না।’
আরও পড়ুন: খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার আলেম-উলামাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ বহু নেতাকে জেলে রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে।
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে আলেম-উলামা ও দেশপ্রেমিক জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে এদেশ থেকে তাঁবেদারি ও আধিপত্যবাদী শক্তির অবসান ঘটবে।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির। পরিচালনা করেন মশিউর রহমান।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা সহ-সভাপতি মুফতি আব্দুস সালাম, হিন্দু কমিটির সেক্রেটারি দেবপ্রসাদ মন্ডল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম, জেলা ছাত্রশিবির নেতা মো. বোরহান উদ্দিনসহ আরও অনেকে।
আরও পড়ুন: খুলনায় অবৈধ অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান রাজু আটক
দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে তিনি ডুমুরিয়ার খলশী ক্যাডেট স্ক্রিম মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।