দলের বিপদ বাড়িয়ে ফিরলেন অধিনায়ক মিরাজ

২ সপ্তাহ আগে
শ্রীলঙ্কার মাটিতে এর আগে কখনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। তবে এবার সিরিজ জেতার দারুণ এক সুযোগ এসেছিলো টাইগারদের সামনে। পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ জিতলেই ইতিহাস করবে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ২৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে হারের শঙ্কায় বাংলাদেশ।

২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২০ রান যোগ করতেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ফেরেন ফার্নান্দোর বলে বোল্ড আউট হয়ে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৭ রান।

 

আরও পড়ুন: ক্রিকেটে অনেক ভালো বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব


এরপর নাজমুল হোসেন শান্ত ফেরেন কোনো রান না করেই। আর তাতেই বিপদ বাড়ে টাইগারদের। তবে সেই চাপ সামাল দেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। তবে দলীয় ৬২ রানে ইমন ফিরলে ভাঙে ৪২ রানের জুটি। 

 

এরপর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হৃদয়ের সঙ্গে ভালোই খেলছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মিরাজও পারলেন না দায়িত্ব নিতে। দুনিথ ভেল্লালাগের বলে বড় শট খেলতে গিয়ে লিয়ানাগের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আর তাতে আরও বিপদে পড়ে বাংলাদেশ। ফেরার আগে মিরাজের ব্যাট থেকে আসে ২৫ বলে ২৮ রান। 

 

আরও পড়ুন: শুধু টাকার জন্য কেউ ক্রিকেট খেলে না: রনি

 

চতুর্থ উইকেট জুটিতে হৃদয়-মিরাজ মিলে যোগ করেন ৪৫ বলে ৪৩ রান। পঞ্চম উইকেট জুটিতে শামীম হোসেন পাটওয়ারীকে সঙ্গে নিয়ে লড়াই করছেন তাওহীদ হৃদয়।

 

এর আগে টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস করেন ১১৪ বলে ১২৪ রান। আরেক ব্যাটার আসালাঙ্কা করেন ৬৮ বলে ৫৮ রান। বাংলাদেশের হয়ে তাসকিন ও মিরাজ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন শামীম, তানজিম ও তানভীর ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন