দক্ষিণ কোরিয়ার উলসান শহরে মঙ্গলবার দুপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আইসক্রিমের মতো রাস্তার পিচ গলে সেখানকার হলুদ রেখাগুলো অসমভাবে বিকৃত হতে দেখা যায়। গলে যাওয়া পিচে ঢেকে যায় রাস্তার পাশের ম্যানহোলের ঢাকনা।
সোমবার সকাল থেকে আবহাওয়া অফিস দেশটির বেশিরভাগ অংশে তাপদাহের সতর্কতা জারি করার পর, সিউলে মঙ্গলবার তাপমাত্রা ৩৭.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। যা ১৯০৮ সালে পর থেকে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা।
গিয়ংগি প্রদেশের গোয়াংমিয়ং এবং পাজুর মতো শহরেও মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল।
আরও পড়ুন: ভয়াবহ দাবানলের কবলে ইউরোপের বিভিন্ন দেশ
কোরিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, গত বছরের আগস্টে উভয় শহরেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। তবে জুলাই মাসে এবারই প্রথম এত উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো। কোরিয়ায় তাপদাহ সতর্কতা জারি করা হয় যখন সর্বোচ্চ তাপমাত্রা টানা দুই দিন বা তার বেশি ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার শঙ্কা থাকে।
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অধিদফতর কর্মকর্তা উ জিন-কিউ দ্য কোরিয়া হেরাল্ডকে বলেন, ‘দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা উষ্ণ বাতাসের কারণে এই বছর কোরিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপদাহ দেখা যাচ্ছে। উচ্চ-চাপে বাতাস গরম এবং আর্দ্র বাতাসের প্রবাহ অব্যাহত আছে। ফলে ব্যাপক তাপদাহ হচ্ছে।’
চলতি সপ্তাহে তাপদাহ আরও তীব্র হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অফিস। তীব্র গরমে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
]]>