প্রথম দিনটা হয়ে পারতো দক্ষিণ আফ্রিকার। যদি না তারা চারটি ক্যাচ ছাড়ত। তবুও স্বাগতিকদের দমিয়ে রাখার চেষ্টা করেছে প্রোটিয়া বোলাররা। পাকিস্তানের ওপেনিং জুটি থেকে আসে ৩৫ রান। ইনিংসের ১৩তম ওভারে হার্মারের বলে বোল্ড হয়ে ফিরে যান ইমাম-উল-হক। প্রথম সেশনে এই একটি উইকেটই হারায় পাকিস্তান।
ইমামকে হারানোর পর অধিনায়ক শান মাসুদকে নিয়ে ১১১ রানের জুটি গড়েন আব্দুল্লাহ শফিক। দলীয় ১৪৬ রানে হার্মারের বলেই ৫৭ রান করে আউট হন তিনি। যদিও শফিককে দুইবার আউট করতে পারতো প্রোটিয়ারা। ইনিংসের প্রথম ওভারেই শফিকের ক্যাচ ছেড়েছিল তারা। মাঝে একবার তার ক্যাচ ছাড়েন প্রোটিয়া কিপার। এরপর চারে নামা বাবর আজমও বেশিক্ষণ টিকতে পারেননি। ২২ বলে ১৬ রান করে আউট হন বাবর। টেস্টে ১০৩০ দিন ধরে শতকের দেখা পান না তিনি।
আরও পড়ুন: অধিনায়কত্ব হারাতে পারেন রিজওয়ান, নতুন করে বিবেচনায় যারা
শতকের আক্ষেপ নিয়ে মহারাজের বলে আউট হন শান মাসুদ। ১৭৬ বলে ৮৭ রান করেন পাকিস্তানের অধিনায়ক। চলতি বছর টেস্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন শান মাসুদ (৩৯৭)। তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল দুইয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানের। তবে আজ মাত্র ১৯ রানে রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। ফলে চলতি বছর রিজওয়ানের রান হলো ৩৪২।
দিন শেষে সৌদ শাকিল ৪২ এবং সালমান আঘা ১০ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার মহারাজ ও সাইমন হার্মার ২টি করে উইকেট নেন। এই ম্যাচে টেস্ট অভিষেক হয় পাকিস্তানের ৩৮ বছর বয়সি স্পিনার আসিফ আফ্রিদির।

১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·