থাইল্যান্ডের দুই চিকিৎসকের স্বাস্থ্যসেবায় বিএমডিসির নিষেধাজ্ঞা

১৬ ঘন্টা আগে
ভারতীয় চিকিৎসকের পর এবার সাময়িক নিবন্ধনহীন থাইল্যান্ডের দুই চিকিৎসকের স্বাস্থ্যসেবা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

রোববার (১৭ আগস্ট) তাদের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন।

 

থাইল্যান্ডের সামিটিভেজ হাসপাতালের ওই দুই চিকিৎসক হলেন নাত্তিপাত জুথাচারোয়েনং ও ল্যান্টম টনভিচিয়েন। তাদের সব প্রকার চিকিৎসা কার্যক্রম পরিচালনা বন্ধ এবং বুকিং বাতিল করতে সিক্স সিজন হোটেলকে নির্দেশ দিয়েছে কাউন্সিল।

 

হোটেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে দেয়া চিঠিতে বিএমডিসি বলেছে, থাইল্যান্ড থেকে দুজন চিকিৎসক নাত্তিপাত জুথাচারোয়েনং ও  ল্যান্টম টনভিচিয়েন (মোবাইল নাম্বারের সূত্র অনুযায়ী) সিক্স সিজন হোটেলে চিকিৎসা সেবা প্রদান করবেন। সোশ্যাল মিডিয়াতে প্রচারিত বিজ্ঞপ্তিতে স্থানীয় আয়োজকদের নাম এবং পরিচয় ও তারিখ উল্লেখ করা হয়নি।

 

চিঠিতে আরও বলা হয়, বিএমএন্ডডিসি আইন ২০১০ এর বিধান অনুযায়ী বাংলাদেশে কোনো চিকিৎসক বা চিকিৎসক দল তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করিতে হলে কাউন্সিল হতে সাময়িক রেজিস্ট্রেশন নেয়া বাধ্যতামূলক। কাউন্সিলের তথ্য মতে, ওই চিকিৎসক দুজন এ বিষয়ে বিএমএন্ডডিসি হতে সাময়িক রেজিস্ট্রেশন গ্রহণ করেননি। বিএমএন্ডডিসি আইন ২০১০ অনুযায়ী ওই কার্যক্রম অবৈধ বলে প্রতীয়মান হবে। অতএব তাদের সব প্রকার চিকিৎসা কার্যক্রম পরিচালনা হতে বিরত রাখার জন্য এবং তাদের বুকিং বাতিল করা আবশ্যক বলে কাউন্সিল মনে করে।

 

এর আগে গত ১৪ আগস্ট বিএমডিসির নিবন্ধন গ্রহণ না করে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় চিকিৎসকের সেবা কার্যক্রম পরিচালনায় ভারতীয় চিকিৎসকের স্বাস্থ্যসেবায় নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল।

 

কনভেনশন সেন্টারের চেয়ারম্যান এবং এমডির কাছে পাঠানো চিঠিতে বিদেশি চিকিৎসকের সব চিকিৎসা কার্যক্রম বন্ধে তার বুকিং বাতিলেরও নির্দেশনা দেয়া হয়।

 

বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন এ ব্যাপারে গত ১৬ আগস্ট রাতে জানান, বিএমডিসির অনুমোদন ছাড়াই সেমিনারের নামে চিকিৎসা কার্যক্রম চালানোর প্রস্তুতি নেয়ার খবর তাদের নজরে এসেছে। তারা যদিও দাবি করেছে, তারা কোনো কনসালটেশন দেবে না। তবে অতীতে তারা এ রকম বলে বাংলাদেশে এসে চিকিৎসায় যুক্ত হয়েছেন। বহুবার এ রকম করেছে। এটা বেআইনি। তাই এ আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন