তাসকিন কেন একাদশে নেই সেটা জানা যায়নি। এছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই।
এ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানরা একাদশ সাজিয়েছে তিন অলরাউন্ডার দিয়ে। দাসুন শানাকা ও কামিন্দু মেন্ডিসের পাশাপাশি খেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গার হ্যামস্ট্রিং সংক্রান্ত চোট ছিল। জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ওই চোট পেয়েছিলেন। যে কারণে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সিরিজে খেলানো হয়নি।
আরও পড়ুন: শ্রীলঙ্কা ম্যাচের আগে মাইলফলকের সামনে হৃদয় ও তাসকিন
এই ম্যাচে লিটন দাস ও তাওহীদ হৃদয় ব্যক্তিগত মাইফলকের সামনে দাঁড়িয়ে। লিটনের ক্ষেত্রে মাইলফলকটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক বনে যাওয়ার, যা এখন সাকিব আল হাসানের দখলে। সাকিব ১২৯ ম্যাচে করেছেন ২৫৫১ রান। তাকে ধরতে ১১১ ম্যাচ খেলা লিটনের দরকার আর ৫৬ রান।
হৃদয়ের মাইলফলকটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক হাজার রানের। সে জন্য তার দরকার ৫৬ রান। ৪৭ ম্যাচের ৪২ ইনিংস খেলে ৯৪৪ রান তিনি করেছেন ২৬.৯৭ গড় ও ১২২.৭৫ স্ট্রাইকরেটে। সাকিব ও লিটন ছাড়াও এই মাইলফলক ছোঁয়া অন্য বাংলাদেশিরা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ (২৪৪৪), তামিম ইকবাল (১৭০১), মুশফিকুর রহিম (১৫০০), সৌম্য সরকার (১৪৬২) ও আফিফ হোসেন (১১১৭)। নাজমুল হোসেন ও সাব্বির হোসেনের রান যথাক্রমে ৯৮৭ ও ৯৭৭।
বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কামিল মিশ্রা, কুশাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা।
]]>