তালেবান নেতার মাথার বিনিময়ে কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র

১ সপ্তাহে আগে
আফগানিস্তানের তালেবান নেতা সিরাজুদ্দিন হাক্কানিকে ধরতে তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ঘোষিত এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২২ মার্চ)  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

তালেবান সরকার এ কথা জানালেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের ওয়েবসাইটে এখনো হাক্কানির তথ্যের জন্য পুরস্কারের কথা মুছে ফেলা হয়নি।

 

এফবিআই বলছে, হাক্কানি মার্কিন ও মিত্র বাহিনীর বিরুদ্ধে সীমান্তবর্তী হামলার সমন্বয় করেছিলেন।

 

আরও পড়ুন: তালেবান নেতাদের মাথার ওপর পুরস্কার ঘোষণার হুমকি যুক্তরাষ্ট্রের

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিরাজুদ্দিন হাক্কানি বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন।

 

আল জাজিরা বলেছে, এই সিদ্ধান্তের মাত্র দুই দিন আগে তালেবানরা জর্জ গ্লেজম্যান নামে এক মার্কিন নাগরিককে মুক্তি দেয়, যিনি ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তান ভ্রমণের সময় অপহৃত হয়েছিলেন। এটি চলতি বছরে তালেবানদের মুক্তি দেয়া তৃতীয় মার্কিন বন্দি।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে গ্লেজম্যানের মুক্তিকে ‘ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন এবং কাতারের ‘গুরুত্বপূর্ণ ভূমিকার’ জন্য ধন্যবাদ জানিয়েছেন।

 

আরও পড়ুন: ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধ করার পরামর্শ এইচআরডব্লিউর

 

তালেবান সরকার বলেছে, মার্কিন বন্দিদের মুক্তি তাদের বৈশ্বিক ‘স্বীকৃতি অর্জনের’ প্রচেষ্টারই অংশ।  


২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এখনও বিশ্বের বেশিরভাগ দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে কয়েকটি দেশ কাবুলে কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে

]]>
সম্পূর্ণ পড়ুন