ঢাকাগামী সৌখিন বাস চালাচ্ছিলেন হেলপার, ভ্রাম্যমাণ আদালতে ধরা

২ সপ্তাহ আগে
ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌখিন এক্সপ্রেস’ বাসটি শিকারিকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত দাঁড় করান এবং চালকের আসনে বসা হেলপার বসায় তাকে জরিমানা করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে বাসটি।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় চালকের আসনে বসে থাকা ব্যক্তির আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে জানা যায়, বাসটি চালাচ্ছিলেন চালক নন, বাসের হেলপার। 

 

আরও পড়ুন: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের ঘোষণা

 

তার বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। বিষয়টি ধামাচাপা দিতে বাসের লোকজন নানা অজুহাত দেখান এবং একপর্যায়ে উর্ধ্বতন এক কর্মকর্তার ফোন নম্বর দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরে হেলপারকে ১০ হাজার টাকা জরিমানা করে ঢাকামুখী যাত্রা বন্ধ করে দেয়া হয়।

 

বিআরটিএ ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত হাশেম বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে মোটরযান আইনে ১৫টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন