ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরিচ্ছনতা অভিযান

৫ দিন আগে
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান চলে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরিচ্ছনতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ১০০ পরিচ্ছন্নকর্মী এ অভিযানে অংশ নেন।


কর্মীরা আদালত ভবন ও এর প্রাঙ্গণের আনাচে কানাচে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরিষ্কারের ফলে আদালত প্রাঙ্গণের অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে।


এ দিকে আদালত প্রাঙ্গণে আসা আইনজীবী, বিচারপ্রার্থী জনগণসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলার পরামর্শ দেয়া হয়েছে। এজন্য দক্ষিণ সিটি করপোরেশন থেকে সরবরাহ করা হচ্ছে ৮০টি বিন।


আরও পড়ুন: বান্দরবানে ময়লা ফেলে আবার সেই ময়লা পরিষ্কার করলেন জেলা প্রশাসনের কর্তারা


ঢাকার অধস্তন আদালতগুলো সরকারি ছুটির দিন ব্যাতীত সবসময় থাকে জনাকীর্ণ। হাজার হাজার বিচারপ্রার্থী জনগণের পদচারনায় মুখরিত থাকে আদালতগুলো। বিপুল সংখ্যক মানুষের পদচারণার ফলে আদালত প্রাঙ্গণে নানা ময়লা আবর্জনা পড়ে থাকে। অনেকে ধুমপান করে অবশিষ্টাংশ যেখানে-সেখানে ফেলে রাখে। ফলে আদালত প্রাঙ্গণ তার স্বাভাবিক সৌন্দর্য হারায়।


পুরান ঢাকার অধিবাসী ফরিদ হোসেন বলেন, আদালত প্রাঙ্গণে সবসময় ময়লা পড়ে থাকত। কাগজের ঠোঙ্গা, সিগারেটের অবশিষ্টাংশসহ নানা কিছু। আজকে পরিষ্কারের ফলে ভিন্নরূপ পেল। প্রাঙ্গণটা অনেক ঝকঝকে লাগছে।


আরও পড়ুন: পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজার সৈকত পরিচ্ছন্নতা অভিযান


সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেয়া হয় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে। দায়িত্ব নিয়েই তিনি তার অধীনে থাকা আদালতগুলোর বিচার কাজে গতিশীলতা আনতে নানা দিক নির্দেশনা দেন। পাশাপাশি আদালতের পরিবেশ যাতে ভালো থাকে সে ব্যাপারে নানা উদ্যোগ নেন। এই উদ্যোগের অংশ হিসেবে যোগাযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আজ শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

]]>
সম্পূর্ণ পড়ুন