ডিলিট হওয়া ফেসবুক পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

১ সপ্তাহে আগে
ডিজিটাল যুগে ফেসবুক কেবল একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং স্মৃতি জমিয়ে রাখার জায়গা হিসেবেও পরিচিত। জন্মদিনের ছবি, পারিবারিক অনুষ্ঠান কিংবা ব্যক্তিগত ভাবনা-সবকিছুই আমরা শেয়ার করি এই প্ল্যাটফর্মে। কিন্তু অসাবধানতাবশত অনেক সময় এমন কিছু পোস্ট মুছে যায়, যা আমাদের কাছে ছিল গুরুত্বপূর্ণ। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ডিলিট করা ফেসবুক পোস্ট কি ফিরিয়ে আনা যায়?

ফেসবুকে সাধারণত মুভ টু আর্কাইভ ও মুভ টু রিসাইকেল- এই দু’টি অপশনের মাধ্যমে পোস্ট মুছে ফেলা যায়। মুভ টু রিসাইকেল বাটন প্রেস করলে মুছে ফেলা পোস্ট রিসাইকেল বিনে জমা হয় আর মুভ টু আর্কাইভ বাটনে প্রেস করলে মুছে ফেলা পোস্ট আর্কাইভে জমা হয়।

 

তবে ফেসবুকে কোনো পোস্ট ডিলিট করার পর সেটি সঙ্গে সঙ্গে পুরোপুরি উধাও হয়ে যায় না। বরং সেটি প্রথমে যায় ‘Trash (ট্র্যাশ)’ বা ‘Recycle Bin (রিসাইকেল বিন)’ নামের একটি ফোল্ডারে, যেখানে ৩০ দিন পর্যন্ত পোস্টটি সংরক্ষিত থাকে। এই সময়ের মধ্যে চাইলে ব্যবহারকারী আবার পোস্টটি রিস্টোর করতে পারেন। তবে ৩০ দিন পেরিয়ে গেলে ফেসবুক স্থায়ীভাবে সেই পোস্ট মুছে দেয় এবং আর কোনোভাবেই তা ফিরিয়ে আনার সুযোগ থাকে না।

 

এদিকে আর্কাইভে থাকা পোস্ট ফেসবুকের আর্কাইভে জমা থাকে সব সময়ের জন্য। আর্কাইভ করা পোস্ট ফেসবুক ফিডে প্রদর্শিত হয় না। ব্যবহারকারী তার সুবিধামতো সময় অনুযায়ী আর্কাইভ থেকে আবার সেই পোস্ট প্রোফাইলে ফিরিয়ে আনতে পারেন।

 

কখনো ভুলে ফেসবুকের পোস্ট মুছে গেলে যেভাবে ফিরিয়ে আনবেন-

 

আর্কাইভ থেকে পোস্ট ফিরিয়ে আনা

 

মোবাইল থেকে ফেসবুক অ্যাপ খুলে নিজের প্রোফাইলে যেতে হবে। এখানে ‘এডিট প্রোফাইল’ এর পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করলে প্রোফাইল সেটিংসের পেজ আসবে। সেখান থেকে আর্কাইভ মেনুতে ক্লিক করতে হবে।

 

পরের পেজে গেলে আর্কাইভে থাকা পোস্ট দেখা যাবে। যে পোস্টটি ফিরিয়ে আনতে হবে তার পাশে থাকা থ্রি ডট মেনুতে ট্যাপ করে রিস্টোর টু প্রোফাইলে ট্যাপ করতে হবে।

 

এরপর আপনার কাছে ফেসবুক জানতে চাইবে আপনি পোস্টটি পুনরায় প্রোফাইলে ফিরিয়ে নিতে চান কিনা। ফিরিয়ে নিতে চাইলে রিস্টোর অপশনে ক্লিক করুন, না চাইলে ক্যান্সেল অপশনে ক্লিক করুন।

 

এছাড়া আর্কাইভ থেকে পোস্টটি ডিলেট করতে চাইলে থ্রি ডট মেনুতে ট্যাপ করে মুভ টু ট্র্যাশ অপশনে ক্লিক করতে হবে।

 

রিসাইকেল বিনে থাকা পোস্ট ফিরিয়ে আনা

 

রিসাইকেল বিনে থাকা পোস্ট ফিরিয়ে আনতে একইভাবে ফেসবুক প্রোফাইল থেকে আর্কাইভ অপশনে যেতে হবে। এরপর আর্কাইভ পেজের ওপরে থাকা রিসাইকেল বিন বা ট্র্যাশ অপশন দেখা যাবে। সেখানে ট্যাপ করে পরের পেজে গেলে রিসাইকেল বিনে থাকা পোস্ট দেখা যাবে।

 

যে পোস্টটি ফিরিয়ে আনতে হবে তার পাশে থাকা থ্রি ডট মেনুতে ট্যাপ করে রিস্টোর টু প্রোফাইলে ট্যাপ করতে হবে। এরপর আপনার কাছে ফেসবুক জানতে চাইবে আপনি পোস্টটি পুনরায় প্রোফাইলে ফিরিয়ে নিতে চান কিনা। ফিরিয়ে নিতে চাইলে রিস্টোর অপশনে ক্লিক করুন, না চাইলে ক্যান্সেল অপশনে ক্লিক করুন।

 

এমনকি এখানে মুভ টু আর্কাইভে ট্যাপ করে সেই পোস্ট রিসাইকেল থেকে আর্কাইভ পেজেও আনা যাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন