পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.২৫ শতাংশ বা ১ হাজার ৬৩৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি টাকা।
আরও পড়ুন: তারল্য সংকটের প্রভাব পুঁজিবাজারেও!
চলতি সপ্তাহে কমেছে ডিএসইর দুটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪.৯৯ পয়েন্ট বা ০.১০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ২.৮২ পয়েন্ট বা ০.১৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ১৫.৩৩ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ।
সূচকের উত্থান-পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯০৬ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৩২৯ কোটি ২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৪২২ কোটি ৪৬ লাখ টাকা।
এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮৪ কোটি ৪৯ লাখ টাকা বা ১৮.১৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৩১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৮০ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৩ টি কোম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৩৫ শতাং ও ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৫৩২.৩০ পয়েন্টে ও ৮৮৫০.৮৪ পয়েন্টে।
আরও পড়ুন: ভালো কোম্পানি আনতে কর ছাড় চায় বিএসইসি, সতর্ক করলেন অর্থনীতিবিদরা
এছাড়া, সিএসই-৫০ সূচক ০.৪৯ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৯.৮৬ পয়েন্টে ও ১১৮৭৬.৩৬ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ০.৪৯ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯৩৪.৩৩ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৪২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৪০ কোটি ২৯ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৯ কোটি ৮৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।
]]>