বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টায় মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ডাকাতের কবলে পড়েন তিনি।
নিজের ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতদলের কবলে পরেছি। ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে আসার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে বড়তাকিয়া বাজার পার হওয়ার পরে সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে ব্যস্ততম মহাসড়কে ডাকাত দলের আক্রমণের শিকার হয়েছি। মহাসড়কে কয়েকজন ডাকাত গাড়ির গতিরোধ করে থামানোর চেষ্টা করে। ড্রাইভার গাড়ি না থামালে ডাকাতরা গাড়িতে পাথর মেরে গ্লাস ভেঙে ফেলে ডাকাতির চেষ্টা করে। ড্রাইভার জোরে গাড়ি চালিয়ে কৌশলে চলে আসায় কোনোরকমে প্রাণে রক্ষা পাই।
তিনি আরও লিখেন, ‘আমি বর্তমানে কুমিল্লা হাইওয়ে থানায় আছি। হাইওয়ে বার আউলিয়া থানাকেও ঘটনার বিষয়ে অবহিত করেছি।’
আরও পড়ুন: টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সময় সংবাদকে বলেন, ‘ঢাকা থেকে দুপুর দেড়টায় বোয়ালখালীর উদ্দেশ্যে রওনা হই। কুমিল্লায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন ঘণ্টা যানজট ছিল। রাত সোয়া ৮টায় বড়তাকিয়া বাজার অতিক্রম করার সময় হঠাৎ করে লাঠি, পাথর নিয়ে তিনজন লোক গাড়ির সামনে এসে পড়ে। জায়গাটা এমনিতে একটু নির্জন। গাড়ির চালক একটু ধীরে চালানোর চেষ্টা করে। আমি দ্রুত গতিতে চালাতে বলি। এ সময় গাড়ির গ্লাস লক্ষ করে ইট মারার কারণে গাড়ির গ্লাস ভেঙে যায়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। মিরসরাই থানায় মামলা করব। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনিরাপদ হয়ে উঠেছে। কুমিল্লা পার হয়ে প্রতিদিন এসব ঘটনা হচ্ছে। এলাকার মানুষ ডাকাতির ঘটনার বিষয়ে অবগত আছে।’