শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় পাপিয়া বলেন, ছাত্রলীগের ভেতর চোরাগোপ্তা হিসেবে আশ্রয় নেয় ছাত্রশিবির। কাকের বাসায় কোকিলের থাকার মতো ব্যাপার। আওয়ামী লীগের ভেতরে ঢুকে সমগ্র বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোকিলের মতো আশ্রয় নিয়েছিল জামায়াত। এক বছর হয়েছে এই সরকার পতনের, আ.লীগ সরকার এক বছর থেকেই নেই, তবুও একদল বলে স্থানীয় নির্বাচন, যা শুধুমাত্র জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য।
আরও পড়ুন: বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, দিল্লি বহুদূর: ফয়জুল করীম
তিনি বলেন, এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই, ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায়নি, ভোটের জন্য যে সংগ্রাম, আত্মত্যাগ ও লড়াই করেছে, তার মর্যাদা দিতে পারেননি ৷ গত ১৫ বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকল রাজনৈতিক দল ছিল বিতাড়িত, একমাত্র ছাত্রলীগ ও ছাত্রশিবির ছাড়া৷
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী হিসেবে বলতে চাই, ১৯৮৬ সাল থেকে রগকাটা হাত-পা কাটা ছাত্রশিবিরের বিরুদ্ধে লড়াই করছি। এদের বর্ণচোরা রাজনীতি জনগণ বুঝতে পারেনি ৷ ৯৬ সালেও দেখেছি কিভাবে আ.লীগের ছায়াতলে গিয়েছে। আজকে সমগ্র দেশের মানুষ ডাকসুর নির্বাচনকে প্রত্যাখান করেছে। ডাকসুর এই টাইপের নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। দেশের মানুষ চায়, প্রশাসনের নিরপেক্ষতা।
বিএনপি নেত্রী পাপিয়া বলেন, বিএনপির সাথে আলোচনায় বসলে সরকার বলে নির্বাচন দিব। কিন্তু অন্য দলের সাথে বসলে কিভাবে নির্বাচন বানচাল করা যায়, তা এনসিপি ও জামায়াতকে শিখিয়ে দেয়। তখন তারা এসে, একেকটা এজেন্ডা এনে দেশবাসীর সামনে উপস্থাপন করে। এই সরকারকে বলতে চাই, মন পরিস্কার করুন, খোলা আকাশের দিকে দৃষ্টি সম্প্রসারিত করুন। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে দেখুন। তাদের মুখ দেখে, অভিব্যক্তি দেখে, বুঝার চেষ্টা করুন, তারা আসলে কি চায়। তারা দেশে শান্তি চায়।
আরও পড়ুন: স্টেশন মাস্টারকে লাঞ্ছিত করে আটক বিএনপি নেতা
গণসংযোগ ও পথসভায় এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামিরুল ইসলাম পলাশসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷
]]>