ডাকসু-জাকসু নির্বাচনে নিরব বিপ্লবের প্রতিফলন: জামায়াত সেক্রেটারি

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) নির্বাচনে শিক্ষার্থীরা নিরব ব্যালট বিপ্লব ঘটিয়ে লেজুড়বৃত্তিক, সন্ত্রাসী ও চাঁদাবাজদের শোচনীয় পরাজয় ঘটিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, জনগণ পুরোনো শাসন ব্যবস্থায় ফিরতে চায় না।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার পল্লীশ্রী মহাবিদ্যালয় অডিটরিয়ামে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সমন্বিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অতীতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে গেস্টরুম-গণরুম কালচারের নামে শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে। দলের অভ্যন্তরীণ কোন্দল থেকে খুনোখুনি পর্যন্ত হয়েছে। বুয়েট ছাত্রী সনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বকর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরিফুজ্জামান নোমানীর হত্যার মতো ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা ব্যালট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাসী সংস্কৃতির অবসান ঘটিয়েছে।’


তিনি আরও বলেন, ‘জনগণ এখন আর কর্তৃত্ববাদী শাসন চায় না। ফ্যাসিবাদ সরকার খুন, গুম, ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাস আর চাঁদাবাজির মাধ্যমে দেশকে বিপর্যস্ত করেছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জনগণ সেই সরকারের পতন ঘটিয়েছে।’

আরও পড়ুন: দাঁড়িপাল্লায় ভোট দিলে আধিপত্যবাদী শক্তির অবসান ঘটবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী স্পষ্ট করে বলেছে জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান সংশোধন করতে হবে। না হলে এই সংবিধানের আলোকে যে নির্বাচন হবে, তাতে যে-ই ক্ষমতায় আসুক স্বৈরাচার হয়ে ওঠার ঝুঁকি থেকে যাবে। নির্ধারিত সময়ের আগেই সংবিধান সংশোধন করে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান। স্বাগত বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার।
 

আরও পড়ুন: ক্ষমতায় গেলে শ্মশানঘাট ও মন্দিরের উন্নয়ন করবে জামায়াত: গোলাম পরওয়ার

দিনভর ডুমুরিয়া ও ফুলতলায় একাধিক মতবিনিময় সভা ও পথসভায় অংশ নেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাতে তিনি খুলনার বিভিন্ন হাসপাতালে অসুস্থ রাজনৈতিক নেতাদের খোঁজখবর নেন ও তাঁদের সুস্থতা কামনা করে দোয়া করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন