ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি, শাস্তির দাবি জমিয়তের

১ দিন আগে
গবেষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্য হত্যার হুমকির ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এর তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

নেতৃদ্বয় বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হুমকিদাতা সমকামী সাফওয়ান চৌধুরি রেবিল কেবল ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত নয়, বরং সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

 

আরও পড়ুন: চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ নিয়ে যা জানালেন হারুন ইজহার

 

জমিয়ত নেতৃদ্বয় আরও বলেন, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশের চিন্তাশীল সমাজে পরিচিত একটি নাম। তিনি বহু বই ও গবেষণাপত্র রচনা করেছেন, যেখানে ধর্মীয় চেতনা, জাতীয়তা, ইতিহাস ও সমকালীন বিশ্ব রাজনীতি নিয়ে বিশ্লেষণ রয়েছে। আর আসিফ মাহতাব উৎস তরুণ প্রজন্মের প্রতিভাবান লেখক, সমাজ বিশ্লেষক ও বক্তা হিসেবে উৎস ইতোমধ্যেই দেশব্যাপী পরিচিত। তার লেখনী ও বক্তৃতায় ইসলামী আদর্শ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রচিন্তা এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। তরুণদের মাঝে তিনি সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

 

নেতৃদ্বয় বলেন, ড. সরোয়ার ও আসিফ মাহতাব উভয়েই ধর্ম ও সমাজবিরোধী অপচেষ্টা, বিশেষ করে পশ্চিমা সংস্কৃতি ও বিকৃত চিন্তা-চেতনার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী। তাই তাদের বিরুদ্ধে হুমকি শুধু ব্যক্তি নয়, বরং চিন্তার স্বাধীনতার ওপর আঘাত।

 

তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সাফওয়ান চৌধুরি রেবিলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

]]>
সম্পূর্ণ পড়ুন