রোববার (১৪ সেপ্টেম্বর) বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে দেশপ্রেমিক ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি বলেন, ড. ইউনূস একপক্ষীয়ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, যা বৈধ নয়। তিনি মনে করিয়ে দেন, তিনটি প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুন: আওয়ামী লীগ-বিএনপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ: মুফতি ফয়জুল করীম
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন সংবিধানবহির্ভূতভাবে বসে আছে। ১৯৭২ সালের সংবিধান জনগণের কল্যাণ দিতে ব্যর্থ হয়েছে, তাই সংবিধান পরিবর্তন ও সংস্কার অপরিহার্য।
পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে ফয়জুল করী বলেন, এই পদ্ধতিতে কালো টাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য থাকবে না, সব দলের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং রাজনৈতিক সহিংসতা কমে আসবে।
তিনি দাবি করেন, বিশ্বের ৯১টিরও বেশি দেশ পিআর পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে পুরোপুরি এই পদ্ধতিতে নির্বাচন হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যা এখন গণদাবিতে রূপ নিয়েছে।
আরও পড়ুন: একবার সুযোগ দিয়ে দেখেন, ফেল করলে আর পরীক্ষার হলে যাবো না: ফয়জুল করীম
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী ও রাসেল সরদার মেহেদী।
]]>