‘টয়লেট ট্যাবলেটে’ শনাক্ত হবে কিডনি রোগ

৩ সপ্তাহ আগে
প্রাথমিক পর্যায়ের কিডনি রোগ শনাক্ত করতে পারে এমন একটি ট্যাবলেট তৈরি করেছেন যুক্তরাজ্যের এক শিক্ষার্থী। যা জায়গা করে নিয়েছে ‘জেমস ডাইসন অ্যাওয়ার্ডের গ্লোবাল টপ ২০’ তালিকায়।

লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট ও ইম্পেরিয়াল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ইয়িদান জু উদ্ভাবন করেছেন বিশেষ এই ট্যাবলেট। 

 

ইউরিফাই নামের এই টয়লেট ট্যাবলেট ফ্লাশ করার সময় নির্গত করে বিশেষ রাসায়নিক রিএজেন্ট। যা প্রস্রাবে থাকা অ্যালবুমিন শনাক্ত করতে সক্ষম। কিডনি রোগের প্রাথমিক সংকেত হিসেবে যেটি ব্যবহৃত হয় চিকিৎসাবিজ্ঞানে।

 

ব্যবহারকারী ঝুঁকিতে থাকলে পানির রঙ পরিবর্তন হয়ে ফ্যাকাশে হলুদ থেকে নীল হবে। যা ইঙ্গিত দেয় চিকিৎসকের পরামর্শের প্রয়োজন ব্যবহারকারীর।

 

এই উদ্ভাবনের পেছনে রয়েছে ব্যক্তিগত অনুপ্রেরণা। উদ্ভাবক ইয়িদান জু জানান, তার বাবার কিডনি রোগ দশ বছর ধরা না পড়ায় তিনি এমন প্রযুক্তি তৈরিতে আগ্রহী হন। যা দৈনন্দিন জীবনের ব্যবহার করলে ব্যবহারকারী পেতে পারেন আগাম সতর্কতা।

 

আরও পড়ুন: কিডনির ব্যথা বোঝার উপায় কী?

 

জুর কথায়, ‘অনুপ্রেরণার উৎস ছিল আমার বাবা। দুই বছর আগে তার কিডনির রোগ ধরা পড়ে। কিন্তু তিনি এর আগেই প্রায় দশ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। নিয়মিত অভিযোগ করলেও কখনো সঠিকভাবে রোগ নির্ণয় হয়নি।’

 

টয়লেটের রিমের নিচে স্থাপনযোগ্য এই ট্যাবলেট প্রতিবার ফ্লাশে পরিষ্কারক ফোম বের করে। যা একই সঙ্গে বাথরুম পরিস্কার রাখে ও স্বাস্থ্য পর্যবেক্ষণের কাজ করে। তবে ইউরিফাই এখনও ক্লিনিকাল বৈধতা বা নিয়ন্ত্রক পর্যালোচনার মধ্যদিয়ে যায়নি। জু আরও পরীক্ষার পরিকল্পনা করছেন।

 

বিশ্বব্যাপী প্রায় ১০ শতাংশ মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন। চিকিৎসা সুবিধা না পাওয়ায় এ কারণে প্রতিবছর মৃত্যু হয় লক্ষাধিক মানুষের। তাই ইউরিফাইকে কেবল একটি স্যানিটারি উদ্ভাবন নয়, বরং সম্ভাব্য স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

আরও পড়ুন: কিডনির সমস্যা হলে কোথায় কোথায় ব্যথা হয়?

]]>
সম্পূর্ণ পড়ুন