ট্রেনে পাথর নিক্ষেপ, গ্রেফতার ৩

৩ সপ্তাহ আগে
ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে আন্দোলনকারীদের ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে স্টেশন মাস্টারের মামলায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ভৈরব জেলার দাবিতে ট্রেনপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল চলাকালে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। 

 

এই ঘটনায় ট্রেনের গ্লাস ও ইঞ্জিনের ক্ষতির অভিযোগ এনে ১৫০ জনের নামে অজ্ঞাননামা আন্দোলনকারীকে আসামি করে মামলা দায়েরে করেন ভৈরব স্টেশন মাস্টার মো. ইউছুফ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ফাহিম, আরমান ও সাধন নামের ৩জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইয়িদ আহম্মেদ।

 

আরও পড়ুন: বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 

জানা যায়, ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছে জেলা বাস্তবায়ন ঐক্যমঞ্চ। রেলপথ অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এই সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে আটকা পড়ে। বেলা প্রায় ১২টার দিকে ইঞ্জিনের হুসেল দেয়ায় হঠাৎ করে কতিপয় বিক্ষোভকারী ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করেন স্টেশন মাস্টার।

 

স্টেশন মাস্টার মো. ইউছুফ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আমি বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছি।

 

আরও পড়ুন: ২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না


রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইয়িদ আহম্মেদ সত্যতা স্বীকার করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে ৩জনকে গ্রেফতার করেছি জড়িত অন্যদের শনাক্তকরণে চেষ্টা চলছে বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন