ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

৩ দিন আগে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ায় তার সফর শুরু করার কয়েক ঘন্টা আগে পশ্চিম জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় মিডিয়া এসব তথ্য জানিয়েছে।

ট্রাম্প তার এশিয়া সফরের শেষ পর্যায়ে বুধবার দক্ষিণ কোরিয়ায় অবতরণ করেন। দক্ষিণ কোরিয়ার লি জে মিউংয়ের সাথে শীর্ষ বৈঠকের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি বাণিজ্য চুক্তি করার কথা রয়েছে। 

 

উত্তর কোরিয়া পারমাণবিক-সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক ঘন্টা পরে টোকিও থেকে দক্ষিণ কোরিয়া পৌঁছেন ট্রাম্প। সেখানে সিইওদের একটি শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন এবং ঐতিহাসিক শহর গিয়াংজুতে লির সাথে দেখা করবেন।

 

আরও পড়ুন:গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে ট্রাম্প-জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির চুক্তি স্বাক্ষর

 

এদিকে, সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বুধবার বলেছে, মঙ্গলবার ইয়োলো সাগরে চালানো ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে দুই ঘণ্টারও বেশি সময় ধরে উড়েছিল।

 

শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চোন পরীক্ষাটি তত্ত্বাবধান করেছেন এবং বলেছেন, উত্তর কোরিয়ার ‘পারমাণবিক বাহিনীকে’ যুদ্ধ প্রতিরোধক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা হচ্ছে। 
 

পাক বলেন, পরীক্ষার লক্ষ্য ছিল বিভিন্ন কৌশলগত আক্রমণাত্মক উপায়ের নির্ভরযোগ্যতা মূল্যায়ন করা এবং শত্রুদের উপর তাদের ক্ষমতা প্রভাবিত করা।

 

এদিকে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বুধবার জানান, মঙ্গলবার বেলা ৩ টার দিকে দেশটির উত্তর-পশ্চিম জলসীমায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।


রয়টার্সের খবরে বলা হয়, বুধবারের আলোচ্যসূচির প্রধান বিষয় হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অমীমাংসিত বাণিজ্য চুক্তি, বৃহস্পতিবার শির সাথে একটি প্রত্যাশিত বৈঠকের আগে। যার সম্ভাবনা ইতিমধ্যেই ব্যাপকভাবে আলোচিত।


এদিকে, সাংবাদিকদের সাথে কথা বলার সময়, ট্রাম্প উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে প্রত্যাখ্যান করেন এবং বলেছেন, তিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির নেতার সাথে তার বৈঠকের প্রতি পুরোপুরি মনোনিবেশ করেছেন।

 

উত্তর কোরিয়ার সর্বশেষ পরীক্ষাটি ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউংয়ের মধ্যে একটি প্রত্যাশিত শীর্ষ বৈঠকের কয়েক ঘন্টা আগে করা হলো।  যেখানে দক্ষিণ কোরিয়া এই বছরের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) বৈঠকের আয়োজন করছে।

 

অন্যদিকে, ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে কিমের সাথে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন, যেখানে তিনি চীনা প্রেসিডেন্ট  শি জিনপিংয়ের সাথে একটি শীর্ষ বৈঠকে বসতে পারেন। 

 

তবে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা কম।

 

আরও পড়ুন:প্রশান্ত মহাসাগরে আরেক নৌকায় মার্কিন হামলা, নিহত ১৪

 

এছাড়া কিম বলেছেন, তিনি এখনও ব্যক্তিগতভাবে ট্রাম্পের ‘স্নেহের স্মৃতি’ ধারণ করে আছেন। তবে এটিও বলেছেন ওয়াশিংটন যদি তার দেশকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছেড়ে দেয়ার জন্য জোর দেয়া বন্ধ করে তবেই তিনি আলোচনার জন্য রাজি আছেন। 

 

সূত্র: আল জাজিরা, রয়টার্স

]]>
সম্পূর্ণ পড়ুন