পর্তুগালের প্রেসিডেন্টের দাবি, ট্রাম্প বাস্তবে মস্কোর স্বার্থ রক্ষা করছেন এবং ‘রাশিয়ান সম্পদ’ হিসেবে কাজ করছেন।
গেল বুধবার এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে, ইউক্রেনের প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিঃশর্ত সমর্থনের নীতি থেকে সরে আসার জন্য ট্রাম্পের সমালোচনা করেন মার্সেলো রেবেলো।
সিএনএন পর্তুগালের উদ্ধৃতি অনুসারে রেবেলো বলেছেন,
বিশ্বের সর্বশ্রেষ্ঠ পরাশক্তির (যুক্তরাষ্ট্র) শীর্ষ নেতা, বস্তুনিষ্ঠভাবে, একজন সোভিয়েত বা রাশিয়ান সম্পদ। তিনি একটি সম্পদ হিসেবে কাজ করছেন।
পর্তুগিজ প্রেসিডেন্টের এসব মন্তব্য ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম ‘রাশিয়াগেট প্রতারণার’ প্রতিধ্বনিও মনে করছেন অনেকে। ওই সময় ট্রাম্পের রাজনৈতিক বিরোধীরা অভিযোগ করেছিলেন যে তার প্রচারণা শিবির ক্রেমলিনের সাথে আঁতাত করেছে।
আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুক
যদিও ২০১৯ সালের ‘মুলার তদন্তে’ ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের কোনো প্রমাণ না পাওয়া যায়নি।
এছাড়া ২০২৩ সালের ডারহাম রিপোর্টে বলা হয়েছিল, ন্যারেটিভটি মূলত রাজনৈতিক কর্মীদের মাধ্যমেই প্রতিষ্ঠা করা হয়।
সূত্র: আরটি
]]>