কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (১৮ আগস্ট) বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ও একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আরও পড়ুন: ৯ ঘণ্টা পর রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ প্রত্যাহার
জব্দ ইয়াবা, ইজিবাইক ও আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
]]>