সোমবার (৬ অক্টোবর) বিকেলে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস.এম. গিয়াস উদ্দিনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।
শিশু হত্যা মামলায় অভিযুক্ত দুই কিশোর হলো ফারেজ ও আরাফাত। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাহান নূরী এলাহী এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের মামুনুর রশিদের মেয়ে হোজাইফা খেলার জন্য বাড়ির বাইরে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। পরদিন দুপুর ১টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
তখন দেখা যায়, শিশুটির বাম কানের লতি কাটা এবং কানে পরা স্বর্ণের দুলটি নিখোঁজ। তদন্তে জানা যায়, ফারেজ ও আরাফাত মিলে সেই দুলটি হ্নীলা বাজারের উসমান গনি মার্কেটের উর্মী স্বর্ণ শিল্পালয়ে বিক্রি করেছে।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, ঘটনার সঙ্গে জুবেদা খাতুন (৫০), আব্দুল আজিজ (৩০), মো. ইয়াকুব (৩০), ওমর (৩১) ও সামের (২৬) জড়িত। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী ওই পাঁচজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
]]>