টিটুর চতুর্থ একক চিত্র প্রদর্শনী ৯ অক্টোবর

২ দিন আগে
চিত্রশিল্পী আবু সালেহ টিটুর চতুর্থ একক চিত্র প্রদর্শনী আগামী ৯ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানোনো হয়েছে, প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি. হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন। 


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পকলা সমালোচক অধ্যাপক মইনুদ্দিন খালেদ এবং বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান। 


আরও পড়ুন: মাউন্ট এভারেস্ট দিবসে চিত্র প্রদর্শনী


প্রদর্শনীতে শিল্পীর এক্রিলিক মাধ্যমে আঁকা ৩২টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। চিত্রপ্রেমীদের জন্য প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। 

 


 

]]>
সম্পূর্ণ পড়ুন