আইপিএল ইতিহাসে কখনও ৩০০ রান হয়নি। হায়দরাবাদের ওই ২৮৭-ই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। যদিও গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল মনে করছেন টি-টোয়েন্টিতে যে কোনো দিন ৩০০ রান হয়ে যেতে পারে। ২২ মার্চ আইপিএল শুরু হওয়ার পর ২৫ মার্চ পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে তাদের লড়াই শুরু হবে।
আরও পড়ুন: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা
নিজেদের আইপিএল মহারণ শুরুর আগে গিল বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট এমন জায়গায় পৌঁছেছে, মনে হচ্ছে ৩০০ রানও হতে পারে। গত বছরই কয়েকটা ম্যাচে ৩০০ রানের কাছাকাছি উঠেছিল। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম খেলাটার উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে। আইপিএলের বিনোদনও বৃদ্ধি পেয়েছে।’
আরও পড়ুন: গত মৌসুমের ভুলে নিষিদ্ধ হার্দিক, মুম্বাই খেলতে নামবে সূর্যকুমারের নেতৃত্বে
গিল মনে করেন, টি-টোয়েন্টিতে প্রতিদিন নতুন তারকার আবির্ভাব হওয়া সম্ভব। কারণ যে কোনো মুহূর্তে একটুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে সব আলো কেড়ে নেওয়া যায়। গিল বলেন, ‘আইপিএলের সবচেয়ে গুরুতূপূর্ণ দিক হচ্ছে, প্রতিদিন নতুন তারকার আবির্ভাব হয়। ক্রিকেট প্রতিভা হিসাবে যারা খুব আলোচিত নয়, তারাও দুর্দান্ত পারফরম্যান্স করেন। একটা জয় প্রয়োজনীয় ছন্দ তৈরি করে দেয়।’