টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটলো নেপাল ও ওমান, বাকি রইলো এক

১ সপ্তাহে আগে
এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে আজ সংযুক্ত আরব আমিরাত সামোয়াকে হারিয়েছে। এই ফলটা অন্য আর ১০টা ফলের মতো নয়। আরব আমিরাতের এই জয়েই যে ওমান ও নেপালের ২০২৬ টি-২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে।

আল আমেরাতে সামোয়ার বিপক্ষে আরব আমিরাতের জয় ৭৭ রানে। এর ফলে সুপার সিক্সের পয়েন্ট টেবিলের চিত্রটা দাঁড়াল এমন- ৩ ম্যাচে ওমান ও নেপালের পয়েন্ট ৬ করে। ৪ ম্যাচে আরব আমিরাতের পয়েন্ট ৪। জাপান ও কাতারের পয়েন্ট ২ করে। বিশ্বকাপের ৩টি স্পটের লড়াইয়ের জন্য প্রত্যেকটি দলেরই ৫টি করে ম্যাচ। অর্থাৎ নেপাল, ওমান ও জাপানের বাকি ২টি করে ম্যাচ। কাতার ও আরব আমিরাতের একটি করে, আরব আমিরাতের ম্যাচটি আবার জাপানের বিপক্ষে।


আরব আমিরাত জিতলে তাদের পক্ষে ৬ পয়েন্ট অর্জন করা সম্ভব, হারলে জাপানের। অর্থাৎ আরব আমিরাত ও জাপানের মধ্যে যে কোনো একটি দলের ৬ পয়েন্ট অর্জন করার সুযোগ আছে। নেপাল ও ওমান সে কারণে ২টি করে ম্যাচ হাতে রেখেই নিরাপদ দূরত্বে। ২ পয়েন্ট নিয়ে বাদ পড়েছে কাতার।


আরও পড়ুন: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দুই আফগান


আরব আমিরাত আগামীকাল জাপানের মুখোমুখি হবে। এ ম্যাচে তারা জিতলে ২০তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে। আর যদি জাপান জিতে যায় তবে ২০তম দলের জন্য অপেক্ষা করতে হবে ১৭ অক্টোবর পর্যন্ত। নিজেদের শেষ ম্যাচে জাপান সেদিন ওমানের মুখোমুখি হবে। জিতলে টিকিট পাবে জাপান, হারলে আরব আমিরাত।


২০২৬ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৮ মার্চ। ২০ দলের এই আসরে এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত হয়েছে ভারত ও শ্রীলঙ্কা (দুই স্বাগতিক), বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ (২০২৪ বিশ্বকাপের সেরা ৭ দল), আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান (র‌্যাঙ্কিং), কানাডা (আমেরিকা বাছাই), ইতালি ও নেদারল্যান্ডস (ইউরোপ বাছাই), নামিবিয়া ও জিম্বাবুয়ে (আফ্রিকা বাছাই), নেপাল ও ওমান (এশিয়া প্যাসিফিক বাছাই)।

]]>
সম্পূর্ণ পড়ুন