টসের সময় ভারত-পাকিস্তানের অধিনায়ক যে কারণে হ্যান্ডশেক করেননি

৩ সপ্তাহ আগে
ভারত-পাকিস্তানের খেলা মানেই অন্যরকম এক উত্তেজনা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (১৪ সেপ্টেম্বর) ভারত ও পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে এই উত্তেজনা ছিল চরমে। মাঠেও দেখা গেল সেই চিত্র। টসের সময় হাত মেলাননি দুই দলের দুই অধিনায়ক।

এক দশকেরও বেশি সময় ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। তবে এসিসি বা আইসিসি আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রায়ই একে অপরের মুখোমুখি হয়।

 

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের জন্য ভারতজুড়ে চাপ থাকার পরও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই দল। যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও খেলোয়াড়দের সমালোচনাও করছেন অনেকেই। 

 

আরও পড়ুন: বৃষ্টির কারণে এনসিএলের দুই ম্যাচের ভেন্যু পরিবর্তন

 

এনডিটিভির দুবাই সূত্র অনুযায়ী, এই ‘বয়কট বিতর্ক’ ভারতীয় ড্রেসিংরুমেও ঢুকে পড়েছে, যেখানে ক্যাম্পের পরিবেশকে বলা হচ্ছে কিছুটা ‘গম্ভীর’। 

 

স্বাভাবিকভাবে যেকোনো ম্যাচে টস হওয়ার পর দুই দলের অধিনায়ক হাত মেলান। তবে ভারত-পাকিস্তান ম্যাচে দেখা গেলো না সেই চিত্র। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা- দুজনেই এড়িয়ে গেলেন দুজনকে। ভিডিওতে দেখা গেছে, টসের সময় দুজন একে অপরের সাথে করমর্দন করেননি। 

 

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাই আগের যেকোনো লড়াইয়ের চেয়ে এই ম্যাচটা একটু বেশিই গুরুত্বপূর্ণ। 

 

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে চার ফাইনালে তোলা কোচকে নিয়োগ দিল ভারতের রাজ্য দল

 

গত এপ্রিলের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। মর্মান্তিক এ ঘটনার পর যুদ্ধ পরিস্থিতিতে চলে গিয়েছিল ভারত এবং পাকিস্তান। দুই দেশ একে অপরের ভূখণ্ডে হামলাও চালায়। 

 

এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। যে কারণে টসের সময় হ্যান্ডশেকও করেননি দুই দলের অধিনায়ক।

]]>
সম্পূর্ণ পড়ুন