শনিবার (৩০ নভেম্বর) বৃষ্টির কারণে তিন দফায় মাঠ পর্যবেক্ষ্ণের পর মাঠে টস গড়াল। জ্যামাইকা টেস্টের টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার জাকির হাসান ও পেসার শরিফুল ইসলাম।
জ্যামাইকা টেস্টের একাদশে জাকিরের জায়গায় সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। অন্যদিকে শরিফুল ইসলামের জায়গায় পেস আক্রমণে ফিরেছেন স্পিডস্টার নাহিদ রানা।
টস জিতে ব্যাট নেয়ার ব্যাপারে বাংলাদেশের অধিনায়ক মিরাজ বলেন, 'ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো মনে হচ্ছে। নতুন কন্ডিশন এবং আমাদের আগের ম্যাচের ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে হবে।'
আরও পড়ুন: অবশেষে মাঠে গড়াচ্ছে টস, জানা গেল ম্যাচ শুরুর সময়
এদিকে ওয়েস্ট ইন্ডিজ উইনিং একাদশ ধরে রেখেছে। তাই এই টেস্টে কোনো পরিবর্তন ছাড়াই নামছে তারা।
জ্যামাইকায় টানা কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে। ফলে টস যে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না, তা অনেকে আন্দাজ করেছিলেন। শেষ পর্যন্ত তা-ই সত্যি হয়েছে।
ব্যাকফুটে থেকে এই ম্যাচ শুরু করবে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত নেই, আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন তারা। প্রথম ম্যাচে মুশফিক আঙুলে ও পরের ম্যাচে দলপতি কুঁচকিতে চোট পান। যে কারণে ওই সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি তারা, ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।
বাংলাদেশের ব্যাকফুটে থাকার আরও কারণ আছে। অ্যান্টিগায় প্রথম ম্যাচে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। মুমিনুল হক ও জাকের আলীর অর্ধশতক ও তাসকিন আহমেদের ইনিংসে ৬ উইকেট ব্যতীত বলার মতো নেই আর কিছুই।
আরও পড়ুন: শর্তসাপেক্ষে হাইব্রিড পদ্ধতিই মেনে নিচ্ছে পাকিস্তান!
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কেসি কার্টি, আলিক আথানজে, কাভেম হজ, জাস্টিন গ্রেভস, জশুয়া ডি সিলভা (উইকেটকিপার), আলজারি জোসেফ, কেমার রোচ, জেইডন সিলস ও শামার জোসেফ।