মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পশ্চিম পুরানাপৈল এলাকার মেসার্স এ আর ব্রিকস নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ।
এ সময় পরিবেশ অধিদফতর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ময়মনসিংহে ১৩ ইটভাটাকে ৭৮ লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এ আর ব্রিকস নামের এই ইটভাটার পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। তাছাড়া ওই ইটভাটায় খড়ি পোড়ানো হচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ওই ইটভাটার মালিক আবু রায়হান জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ বলেন, জেলায় ৪৭টি ইট ভাটা রয়েছে। এরমধ্যে ৩০টি ইট ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। এছাড়া সবগুলো ইটভাটার মধ্যে ৯টি ভাটার লাইসেন্স জেলা প্রশাসন থেকে দেয়া হয়েছে এবং দুটির লাইসেন্স চলমান রয়েছে।