জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা নিয়ে ববিসাসের আলোচনা সভা

৩ দিন আগে
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: ইতিহাসের নয়া সন্ধিক্ষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে এ আলোচনা সভা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসীন উদ্দিন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুল ইসলাম খান স্বপন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন এবং ববিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম।

 

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের গোপন নথি ফেসবুকে!

 

সভায় সভাপতিত্ব করেন ববিসাস সভাপতি মো. জাহিদ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।

 

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকতা এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবাদিকদের আরও স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখতে হবে। তারা তরুণ সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে হবে।

 

বক্তারা আরও বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ প্রচারের মাধ্যম নয়; এটি একটি আন্দোলন, যা সমাজের অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কণ্ঠস্বর তোলে। তরুণ সাংবাদিকদের পেশাগত নীতি ও নৈতিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

 

অনুষ্ঠান শেষে ববিসাসের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের ৩ অক্টোবর ‘বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

]]>
সম্পূর্ণ পড়ুন