জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে আইনি সহায়তা দেয়া হবে: স্নিগ্ধ

৩ সপ্তাহ আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে একজন আহত জুলাইযোদ্ধাকে সহায়তা দেয়ার মাধ্যমে পুনর্বাসন করা শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও মীর স্নিগ্ধ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আর্থিকভাবে অসচ্ছল জুলাইযোদ্ধাদের সহায়তা দেয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন আহত শামীম হাওলাদারকে দোকান করে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আদবরের সুনিবিড় হাউজিংয়ে তার দোকানে একটি ফ্রিজ উপহার দেয়া হয়।

 

মীর স্নিগ্ধ বলেন, একজন আহত জুলাইযোদ্ধাকে সহায়তা দেয়ার মাধ্যমে পুনর্বাসন করা শুরু হলো। শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে এবং তাদের যত ধরনের আইনি সহায়তা প্রয়োজন তা দেয়া হবে।

 

আরও পড়ুন: ‘আবু সাঈদ গুলিতে নিহত’, লিখতে নিষেধ করা হয়েছিল: এসআই তরিকুল

 

‘আবাসন প্রকল্পের কিছু জটিলতার রয়েছে। তাই রিভিশনের জন্য পাঠানো হয়েছে। এটা সম্পন্ন হলে আবাসন প্রকল্প শুরু হবে’, যোগ করেন তিনি।

 

শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ জানান, আমানত পুরোটাই খরচ করা হয় জুলাই শহীদ ও আহতদের জন্য। অফিস খরচসহ অন্যান্য বিষয় সমাধান করা হয় অন্য খাত থেকে।

 

স্বাস্থ্য সেবা কার্যক্রম চলমান আছে জানিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও কামাল আকবর বলেন, ১৪ হাজারের ওপর আহতদের পুনর্বাসনের পরিকল্পনা চলমান। এই সপ্তাহে ৬টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বিভিন্ন ভাবে। ৪ হাজারের বেশি ফর্ম জমা পড়েছে।

 

আরও পড়ুন: আবু সাঈদ হত্যা: ৫ বার বদলানো হয় ময়নাতদন্ত রিপোর্ট

 

তিনি বলেন, ১৪ হাজারকে একত্রে পুনর্বাসন করার আর্থিক সহয়তা আমাদের কাছে নেই। কিন্তু অল্প অল্প করেই এগুচ্ছি। সরকারি ফান্ডের পাশাপাশি বেসরকারি সহয়তা নিয়েই আমরা কার্যক্রম পরিচালনা করছি।

]]>
সম্পূর্ণ পড়ুন