আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২- এ এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
রোববার সকালে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন। তাদের পক্ষে এরইমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: ‘আবু সাঈদ গুলিতে নিহত’, লিখতে নিষেধ করা হয়েছিল: এসআই তরিকুল
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন শহীদ আবু সাঈদের বাবা, তার ময়নাতদন্তকারী চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা: ৫ বার বদলানো হয় ময়নাতদন্ত রিপোর্ট
এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। এছাড়া আলাদা আরও ৭ মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, হাসানুলহক ইনুসহ ১৫ জনকে হাজির করা হয়েছে।
]]>