সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে জুরাইন সালাউদ্দিন পেট্রল পাম্প সংলগ্ন যাত্রীছাউনির পাশে ফুটপাত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) এম. ইরফান উদ্দিন জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যাত্রীছাউনির পাশে ফুটপাতে পাশাপাশি দুটি মরদেহ পড়ে ছিল৷ তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারছিল না। পরবর্তীতে সেখানেই তাদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে মৃত একজনের পরিচয় জানা গেছে। তার নাম মনির। বাড়ি বরিশাল উজিরপুর উপজেলার যোগিরকান্দা গ্রামে। বাবার নাম মৃত আব্দুর রশিদ। থাকত মুরাদপুর এলাকায়। তার দুই স্ত্রী রয়েছে। তবে তাদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। খবর দেয়ার পর দুই স্ত্রী এসে লাশ শনাক্ত করেছে।
আরও পড়ুন: ছেলের লাশ দেখে বাবার বিলাপ: ভ্যান নিবি নে, ছোয়ালকে মারলি ক্যান?
এসআই ইরফান জানান, তারা দুজনই মাদকাসক্ত ছিলেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।