জামায়াত আমিরের সঙ্গে গোয়েন লুইসের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

৩ দিন আগে
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জাতিসংঘ সরকারকে সার্বিক সহযোগিতা করবে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস৷

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ করেন গোয়েন লুইস।

 

সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ফিরে যে বার্তা দিলেন জামায়াত নেতা তাহের

 

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয় জামায়াতের পক্ষ থেকে। এছাড়া বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন